বাংলাধারা প্রতিবেদন »
বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন প্রথম সহ-সভাপতি মরহুম মো. শাহজাহানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) বাদে আছর বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রথম সহ-সভাপতি মরহুম মো. শাহজাহানের ১ম মৃত্যুবার্ষিকীতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালক মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন ১ম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, এস.এম. আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক এস.এম. সাজেদুল ইসলাম, এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, সাব্বির মোস্তফা, নাফিদ নবী, সাইফ উল্ল্যাহ্ মনসুর, আমজাদ হোসেন চৌধুরী সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম বলেন, মরহুম মো. শাহজাহান সাহেবের হাত ধরেই চট্টগ্রাম বিজিএমইএ’র শুভ সূচনা। তিনি আমাদের অগ্রজ উদ্যোক্তা। তৈরি পোশাক শিল্পের প্রারম্ভিক সময়ে এবং বিজিএমইএ’র কল্যাণে তাঁর অবদান অনস্বীকার্য। বর্তমান উদ্যোক্তাদের কাছে তিনি আদর্শ হয়ে থাকবেন। সামাজিক পরিমণ্ডলেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন।
তিনি আরও বলেন, শাহজাহান সাহেব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সহিত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি যেমন ছিলেন সৎ ও ধার্মিক তেমনি ব্যবসায়িক জীবনেও তিনি তার নীতি নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হন নাই। তিনি আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।
অনুষ্ঠান শেষে বিজিএমইএ’র প্রতিষ্ঠাকালীন প্রথম সহ-সভাপতি মরহুম মো. শাহজাহান এবং বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম.এ. সালামের শ্বাশুড়ী ও লিজেন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবদুল হাই-এর মাতা সৈয়দা জাহানারা বেগম সহ পোশাক শিল্পের প্রয়াত মালিক, শ্রমিক, কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে আশু মুক্তির লক্ষ্যে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।
বাংলাধারা/এফএস/এএ