বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি। বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেকেও জানালেন শেষ বিদায়। ফলে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। লিখেছেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।”
অভিজ্ঞ এই ক্রিকেটার আরও বলেন, “বিশেষ ধন্যবাদ আমার মা-বাবাকে, শ্বশুরকে এবং ছোট ভাই এমদাদউল্লাহকে, যে শৈশব থেকে আমার কোচ ও পরামর্শকের ভূমিকা পালন করেছে।”
তিন ফরম্যাট মিলিয়ে প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার। বহু স্মরণীয় ইনিংস, দলের কঠিন সময়ে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মাহমুদউল্লাহ শেষপর্যন্ত বিদায় নিলেন মাঠের বাইরে থেকেই। হয়তো খানিকটা আক্ষেপ থেকেই যাবে, তবে বাস্তবতাকে মেনে নেওয়ার কথাই জানালেন তিনি।
ফেইসবুকে মাহমুদউল্লাহ লিখেছেন- “সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না। কিন্তু আপনাকে তা মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা,”।
এর আগে, গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করলেও সেখানে থাকতে চাননি মাহমুদউল্লাহ। তখনই ধারণা করা হচ্ছিল, হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো।
একটা যুগের সমাপ্তি হলেও মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন ভক্তদের হৃদয়ে। বাংলাদেশ ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোতে তার নাম উচ্চারিত হবে শ্রদ্ধা ও ভালোবাসায়।
এআরই/বাংলাধারা স্পোর্টস