ksrm-ads

৭ অক্টোবর ২০২৪

ksrm-ads

বিদেশি ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের দেশীয় মসলা!

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে আরো একটি ভেজাল মসলার কারখানা আবিষ্কার করেছে উপজেলা প্রসাশনের ভাম্যমান আদালত। কারখানাটিতে বিদেশি ব্র্যান্ডের মোড়কে ঢুকানো হচ্ছিল নিম্নমানের দেশীয় মসলা।

সোমবার (২০ মে) মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের পশ্চিমে রেল ক্রসিং এলাকায় দুপুর ২টা থেকে ৩ টা পর্যন্ত ঘন্টাব্যপি পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালা ভেঙ্গে কারখানাটিতে ঢুকে দেখি বিপুল পরিমান বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষনীয় মোড়ক আর বস্তা ভর্তি দেশীয় নিম্নমানের মসলা।

তিনি বলেন, বিদেশি ব্র্যান্ডের প্যাকেটে ঢুকলেই এই মসলা হয়ে যায় বিদেশি পণ্য।প্যাকেট দেখলে কোনোভাবেই বোঝার উপায় নাই এটা বাজার থেকে কিনে আনা ভাল-মন্দ মসলার মিশ্রণ। কিংবা প্যাকেটের গায়ে লেখা দেখে বোঝার উপায় নাই এটা গ্রামের একটা ছোট ঘরে তৈরি।

তিনি আরো বলেন, কারখানাটি থেকে ৬ মন বিভিন্ন প্রকার মসলা এবং ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তবে এই কারখানার মালি বা শ্রমিক কাউকে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন