বাংলাধারা প্রতিবেদন »
দলীয় সমর্থন না পেয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের আমরা বুঝিয়েছি। তারা নির্বাচন থেকে সরে যেতে সম্মত হয়েছেন। এখন যেহেতু প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই তারা দলীয় সমর্থিত প্রার্থীকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নগরের একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, এসব প্রার্থীরা প্রচার-প্রচারণা থেকে নিজেকে বিরত রাখবেন। দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম