আধুনিক যুগে রোগব্যাধি যেন নিত্যসঙ্গী। চিকিৎসা ব্যয়ের ক্রমবর্ধমান চাপে বিপর্যস্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে ‘ডক্টরস ইনফরমেশন চিটাগং (ডিআইসি)’ নামক একটি ফেসবুক গ্রুপ। ২০২০ সালে যাত্রা শুরু করা এই গ্রুপটিতে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচ্ছে। বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা ৫৮ হাজার ৭০০।
চট্টগ্রামভিত্তিক এই গ্রুপে পোস্ট করলেই মিলছে চিকিৎসকের খোঁজ, চেম্বারের ঠিকানা, চিকিৎসা সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ। এমনকি টেলিমেডিসিন সেবাও পাওয়া যাচ্ছে এখানে। বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ, ফিজিওথেরাপিস্ট সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা এই গ্রুপের সঙ্গে যুক্ত।
গ্রুপটির নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল রয়েছে। ওয়েবসাইটে ডাক্তার, হাসপাতাল, ব্লাড ব্যাংকের তালিকা সহ বিভিন্ন স্বাস্থ্য তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়। ইউটিউব চ্যানেলে বিশেষজ্ঞদের স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও প্রচার করা হয়।
গ্রুপের এডমিন রিদুয়ানুল হক মুন্না বলেন, “স্বাস্থ্যসেবা তথ্য সহজলভ্য করতে এবং রোগীদের দুর্ভোগ লাঘব করতেই মূলত ‘ডিআইসি’ গ্রুপটি খোলা হয়েছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যুক্ত আছেন, যারা যেকোনো পোস্টে তাৎক্ষণিক সাড়া দেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষুদ্র জ্ঞানগুলো ছড়িয়ে পড়ুক, উপকারে আসুক সবার। ছোট ছোট সচেতনতা আর স্বাস্থ্যসেবার জ্ঞান অসুস্থতা প্রতিরোধে হতে পারে বড় ভূমিকা।”