জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন সাজ সাজ রব। বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা উঠতে যচ্ছে আজ দুপুরে। গেলো ৩০ ডিসেম্বর ঢাকায় যাত্রা শুরু করা এবারের বিপিএল সিলেট ঘুরে নেসাঙ্গর করেছে চট্টগ্রামে।
এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক চিটাগাং কিংস খেলবে সর্বোচ্চ ৫টি ম্যাচ। আগামী ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
আজ দিনের প্রথম ম্যাচে লড়াই হবে ঢাকা ক্যাপিটালস বনাম ফরচুন বরিশাল, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগাং কিংস মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে । দুদলের অবস্থানটা ঠিক বিপরীত। চিটাগাং যেখানে টানা তিন ম্যাচে জিতেছে সেখানে খুলনা হেরেছে টানা তিন ম্যাচে। চিটাগাং নিজেদের মাঠে যেমন জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তেমনি খুলনা চাইবে জয়ে ফিরতে। নিজেদের দর্শকদের সামনে এরই মধ্যে পাঁচটি ম্যাচেই জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে স্বাগতিক চিটাগাং কিংস। আর সেজন্য আজকের প্রতিপক্ষ খুলনার বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবতে চায় না চিটাগাং।
গতকাল অবশ্য অনুশীলন করেনি স্বাগতিকরা। তবে ঢাকা, বরিশাল এবং খুলনা তিন দলই অনুশীলন করেছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। সবারই লক্ষ্য জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করা। কারণ রংপুর ছাড়া বাকি কারো এখনো শেষ চারের পথ মসৃণ নয়।
তাই লড়াইটা যে চট্টগ্রামেই জমবে সেটা বলা যায় নিশ্চিত করে। তবে মাঠের লড়াই আসল কথা। সে মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে মরিয়া প্রথম দিনের চার দল।