বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানের ৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসীর স্ত্রী মারা গেছে। সোমবার ( ২১ মে) দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধু মারা যায়। নিহতের নাম আফরোজা খানম মুমু (১৮)।
জানা যায়, ৩ মাস আগে উপজেলার আধুনগর রূপবান পাড়ার আবুল হাশেমের পুত্র মোঃ শফির সঙ্গে একই ইউনিয়নের উত্তর হরিণা মিয়া পাড়ার নুরুল হকের কন্যা মুমুর বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর মুমুর স্বামী বিদেশ চলে যান। গৃহবধুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঘটনার দিন মুমুর মা তার বাড়ি বেড়াতে আসেন এবং মা-মেয়ের মধ্যে তর্কবিতর্ক হয়।
এক পর্যায়ে তিনি সবার অজান্তে বিষপান করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যায়।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি