ক্রীড়া ডেস্ক »
নিজের শেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে দলকে সেমিফাইনালে তুলেছেন মেসিও। সেই সঙ্গে নিজে গোল করে আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসেছেন তিনি। এই বিশ্বকাপেই মেসি করলেন ৪ গোল।
বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১০ গোল করেছেন মেসি। বাতিস্তুতার গোলও ১০ টি। ২০০৬ বিশ্বকাপে ১ টি, ২০১৪ বিশ্বকাপে ৪ টি, ২০১৮ বিশ্বকাপে ১ টি এবং কাতার বিশ্বকাপে ৪ টি গোল করেছেন মেসি। আরেকটি গোল করলেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড একার হবে মেসির।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে, এমনকি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারীর তালিকায় শুধুমাত্র ডিয়েগো ম্যারাডোনার পেছনে আছেন লিওনেল মেসি।