ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্তদের পুরস্কৃত করল কনফার্ম একাডেমি

‘রসায়ন কঠিন নয়, বেসিক ও টেকনিক জানতে হয়’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর চকবাজারের রসায়ন শিক্ষাপ্রতিষ্ঠান কনফার্ম একাডেমির উদ্যোগে কনফার্ম এওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) আয়োজিত এ অনুষ্ঠানে কনফার্ম একাডেমির পরিচালক মোহাম্মদ মনছুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ওয়াহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. নওশাদ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. এস এম সাফায়েত এবং ডা. আমজাদ হোসেন।

এসময় প্রফেসর ড. ওয়াহিদুল আলম প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে সৎ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

শেষে অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন।

এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০২৩-২০২৪ সালে মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন আবরার ত্বহা, মাইশা সামিরা চৌধুরী, জারিন তাসনিম শৈলী, অপূর্ব দত্ত রাজ, আবু বক্কর সিদ্দিক সিফাত, জুলকিফুল আবেদিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ