বাংলাধারা প্রতিবেদন»
চকরিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ১৩ আগস্ট ২০২১ ইং তারিখ দুপুর দুইটার দিকে গোপন সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
তল্লাশির একপর্যায়ে র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দিলে চালক বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। এসময় বাস থেকে নেমে দুইজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা সেই দুজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কলাতলী আদর্শ গ্রাম এলাকার মোঃ অলিউল্লাহের ছেলে মোঃ স্বপন (২৪) এবং তার স্ত্রী জাহেদা বেগম (২১)।

আটককৃত আসামীদের দেওয়া তথ্যে মতে তাদের কাছে থাকা ট্রলিব্যাগ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় তিন লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস