ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

বিসিবি ইয়ং টাইগার্স ক্রিকেট, সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ

বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম বিভাগ। শুক্রবার খুলনার নাসের বিভাগীয় স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ ড্র করেও বোনাস পয়েন্টের সুবাদে সেরা চারে জায়গা করে নিয়েছে তারা।

এ গ্রুপ থেকে চট্টগ্রামের সঙ্গে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি। অন্যদিকে, বি গ্রুপ থেকে খুলনা ও রাজশাহী সেরা চার নিশ্চিত করেছে।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে চট্টগ্রাম আগের দিনের বিনা উইকেটে ১ রান নিয়ে খেলতে নেমে ৫০.৪ ওভারে ৮৯ রানে ৫ উইকেট হারায়। তবে লাবিব ও ফাহিমের লড়াকু ব্যাটিংয়ে পুরো ৯০ ওভার ব্যাট করে ১৯৭ রান তুলতে সক্ষম হয় দলটি, যা একটি অতিরিক্ত বোনাস পয়েন্ট নিশ্চিত করে। ফলে ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে চট্টগ্রাম বিভাগ।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন লাবিব, অধিনায়ক আরশাদুল করেন ২৬ ও ফাহিম করেন ১৭ রান। রংপুরের হয়ে আমির হামজা, নিতাই ও কাইয়ুম ২টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে রংপুর ২৬৫ রান করে, যেখানে আবদুল আল মিরাজ ১২৮ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন।

চট্টগ্রাম বিভাগের সেমিফাইনালে ওঠার খবরে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। ১১ মার্চ সেমিফাইনালে চট্টগ্রাম মুখোমুখি হবে রাজশাহীর বিপক্ষে, আর খুলনা লড়বে বিকেএসপির সঙ্গে। ম্যাচ দুটি হবে তিন দিনের।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন