৮ জুলাই ২০২৫

বুড়িশ্চর গরিবের হাসপাতালে চিকিৎসা ক্যাম্প বসছে কাল

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম হাটহাজারীর বুড়িশ্চরস্থ গরিবের হাসপাতালে আগামীকাল ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল রোববার (২৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় গরিবের হাসপাতালে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করবেন চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-এ জেলা গবর্নর মিসেস কামরুন মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গরিবের হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ।

এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা নিচের চিকিৎসা সেবাগুলো প্রদান করবেন: মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন ও গ্যাস্ট্রো বিশেষজ্ঞ, নবজাতক ও শিশুরেদাগ বিশেষজ্ঞ, গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, শিশু সার্জন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও চোখের ফ্রি আপারেশন, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ, ডিটিই ক্যাম্প, ব্লাড গ্রুপিং মেডিকেল ক্যাম্পটিতে সহযোগিতা করছে ‘লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’ ও ‘চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন’।

গরিবের হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যথাসময়ে চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০ টাকা প্রদান করতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ