বাংলাধারা প্রতিবেদন »
ব্যতিক্রম ভাবে জন্মদিন পালন করলেন তরুণ উদ্যোক্তা ও নবীন সাংবাদিক মিশু পাল। সমাজের অসহায়-অবহেলিত বৃদ্ধ বাবা-মায়েদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটলেন রাউজানের ‘আমেনা বশর’ বৃদ্ধাশ্রমে’।
আজ ২৮ জুলাই রাঙামাটি জেলায় জন্মগ্রহণ করা মিশু পাল ২৬-এ পা দিলেন ।
পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরির ডিরেক্টর ও স্টুডেন্টস কর্ণার’র স্বত্তাধীকারী মিশু পাল জনগণের কথা তুলে ধরার জন্য ‘বাংলাধারা’ নিউজপোর্টালে সাংবাদিকতা করেন। এছাড়াও সম্মলিত মানবিক জাগরণ সংগঠনের সাথে যুক্ত থেকে নানা রকম সামাজিক কর্মকান্ডও করেন তিনি।
তার জন্মদিনে অসহায় পিতা মাতাদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে যান রাউজানে আমেনা বশর বৃদ্ধাশ্রমে। এ সময় তাদের জন্য প্রয়োজনীয় ঔষধ ও ফল নিয়ে যান তিনি। তার জন্মদিনে ‘বাংলাধারা’ পরিবারের থেকে শুভেচ্ছা ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা