বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়লাভে উড়ন্ত সূচনার পর পরবর্তী দুই ম্যাচ পরাজয়ের ফলে কিছটা ব্যাকফুটে বাংলাদেশ। আজকে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার পূর্বেই ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। গতকাল বিকেল বেলা থেকে শুরু হওয়া বৃষ্টি বন্ধ হলেও এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশে মেঘের ঘনঘটা এখনো বিদ্যামান। ব্রিস্টলে আকাশে দেখা যায়নি সূর্যের উপস্থিতিও।
আবহাওয়ার পূর্বাভাস শুরুতে ৮০ শতাংশ বৃষ্টির কথা বলা থাকলেও সেটা বিকাল ৩ টা ( বাংলাদেশ সময়? থেকে বেড়ে হবে ৯৯ শতাংশে। তবে দিন যত এগুবে বৃষ্টির সম্ভাবনা ততই কমবে বলে মত স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের। তবে যে সময় খেলাটা শুরু হবে অর্থাৎ সকাল সাড়ে ১০টার সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। ফলে যথাসময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা।
আবহাওয়া ও আকাশের এ বর্ণনায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দুলছে পেন্ডুলামের মতো অনিশ্চয়তার দোলাচালে।
স্থানীয় প্রবাসী বাঙালিদের উৎসাহে ভাটা চলে এসেছে। তাদের অনেকেই ধরে নিয়েছেন মাঠে গড়াবে না আজকের ম্যাচটি। হলেও দুপুরের পর কুড়ি-পঁচিশ ওভারের খেলা হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে রয়েছে বৃষ্টির সমূহ সম্ভাবনা।
বাংলাধারা/ এফএস/এমআর/টিআর/বি