ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী আবদুর রহমান নামের শিশুটিকে উদ্ধার করেছে ্যাব১১।

শনিবার ( মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, শনিবার দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ্যাব১১, সিপিসি নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

চুরি হওয়া নবজাতকের নাম আবদুর রহমান। তার মা জান্নাতুল ফেরদৌস (১৯) তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

উল্লেখ্য, শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নামে এক নারী তার দুইমাস সাতদিন বয়সী শিশুকে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে শিশুটিকে কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন।

এরপর জান্নাতুল তার শিশু সন্তানকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে করে জান্নাতুল অপরিচিত ওই নারীকে তার সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানান।

এদিকে, হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পাড় হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান।

আরও পড়ুন