বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ২০১৫ সালের ১১ অক্টোরব ভোরে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ৭ জনকে হত্যার দায়ে মো. মোস্তাকিন হোসেন নামে এক ট্রাক চালককে পৃথক দুই ধারায় তিন বছর করে মোট ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোস্তাকিন হোসেন নওগা জেলার সদর উপজেলার বাচাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. মামুনুর রশিদ বাংলাধারাকে বলেন, ২০১৫ সালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার দায়ে মো. মোস্তাকিন হোসেন নামে এক ট্রাক চালককে পৃথক দুই ধারায় তিন বছর করে মোট ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১১ অক্টোরব ভোরে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে সাতজন নিহত হয়। নিহত সাতজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার সাইদুর (৪০), মো. আলম (৩০), মো. রুবেল (২৫), কালাম মিয়া (২৮) মনির উদ্দিন (৪৫), মো. টিপু (৩২) ও বগুড়ার মো. আজাদ (২৫)। পরে এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন মো. এলাহী।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ নভেম্বর ট্রাকচালক মো. মোস্তাকিন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ২৩ ডিসেম্বর মোস্তাকিন হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম