বাংলাধারা ডেস্ক »
চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় পদ্মা জেনারেল প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নার্স পদে চাকরি দেওয়ার আশ্বাসে রোববার বিকেলে ওই হাসপাতালে পাঁচ তরুণীকে ডেকে আনা হয়। সাক্ষাৎকার গ্রহণের এক পর্যায়ে ভুক্তভোগী ওই তরুণীকে অপারেশন থিয়েটার দেখানোর কথা বলে নিয়ে যান ম্যানেজার সোহেল রানা আলম। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় সেখানে আসা বাকি চার তরুণী মেয়েটিকে উদ্ধার করে।
এ ঘটনায় রোববার রাতে ওই তরুণী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাসপাতালটির মালিক ও ম্যানেজারে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই হাসপাতালের মালিক মজিবুর রহমান বাবুলকে আটক করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, হাসপাতালটির মালিক বিষয়টি আপস মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নিজেদের মধ্যকার আলোচনার এক পর্যায়ে ম্যানেজার সটকে পড়েন। পরে রোববার রাতে হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পলাতক ম্যানেজার সোহেল রানা আলমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: বাংলাদেম টাইমস
বাংলধারা/এফএস/এমআর