চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের চুলার আগুনে পুড়ে গেছে ১২টি বসতঘর।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাপচর গ্রামের সাহেব মিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ১২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন নাসু জানান, আগুনে সাহেব মিয়া মেম্বারের ৫ পরিবার, আহমেদুর রহমানের ৪ পরিবার ও আমিনুর রহমানের ৩ পরিবারের বসতঘর পুড়ে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরে রক্ষিত কোনো মালামাল রক্ষা করা যায়নি। একেবারে নিঃস্ব হয়ে গেল তারা।