ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে আমন চাষে বীজ-সার পেলেন ২২০ কৃষক

বোয়ালখালী প্রতিনিধি  »

চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি আমন মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। বুধবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার বীজ বিতরণ ভার্চুয়ালে উদ্বোধন করেন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ।

এতে ১৭০ জন কৃষককে উফশী জাতের ৫ কেজি করে বীজ ও ৩০ কেজি করে সার এবং ৫০জন কৃষককে হাইব্রিড জাতের ২ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান ও আওয়ামী লীগ নেতা রিদুয়ানুল হক টিপু।

বীজ ও সার সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন কৃষকরা। কৃষকরা জানান, বাজারে বীজের দাম অনেক। এই সময়ে বীজ ও সার সহায়তা পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, আমন চাষে কৃষকদের প্রণোদনা হিসেবে এ বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে কৃষকদের সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন