বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য উপ-নির্বাচনে মোসলেম উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান ও থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে মোসলেম উদ্দিন চৌধুরী ফুটবল প্রতীকে ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন রমজু তালা প্রতীকে ৪১৫ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী।
রাসেল চৌধুরী বলেন, আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবুল হাশেম বাদশা মৃত্যুবরণ করায় তাঁর শূন্য পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্ডে ১৬৫৬ জন ভোটার রয়েছেন।
জানা গেছে, এ উপনির্বাচনে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার নেন মনোনয়নপত্র দাখিলকারী গোলাম মোস্তফা। অপর প্রার্থী গিয়াস উদ্দিন টিউবওয়েল প্রতীকে নির্বাচনী মাঠে থাকলেও তিনি প্রাপ্ত ফলাফলে ১ ভোট পেয়েছেন।
বাংলাধারা/এফএস/এএ