চট্টগ্রামের বোয়ালখালীতে এতিমদের খাদ্য সামগ্রী দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র (আলিম) মাদরাসার এতিম শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
এসময় তিনি মাদ্রাসার এতিমদের জন্য ২০ প্যাকেট শুকনো খাবার ও এতিমখানায় ২০০ কেজি চাল উপহার দেন।
এতে উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো.আবদুল করিম আলকাদেরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ, স্কাউটার আবু কাইয়ুম, রোভার মো.সাজ্জাদ হোসেন, রায়হানুল কালাম ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।