চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ লিটার চোলাই মদসহ তিন মাতালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জৈষ্ঠ্যপুরা মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি পুকুর পাড়ে বসে মদ পান করে মাতলামি করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার আসামিরা হলো— উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের দক্ষিণ জৈষ্ঠ্যপুরা গ্রামের সুনীল চক্রবর্তীর ছেলে প্রদীপ চক্রবর্তী (৪৮), মৃত সোনা দেবের ছেলে রবি দেব (৬২) ও খরণদ্বীপ গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. জুনু মিয়া (৩৫)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, রাতে অভিযান চালিয়ে মদ পান করে মাতলামি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামী প্রদীপ চক্রবর্তীর কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।