ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে ঝরেপড়া শিশুদের শিক্ষা দেবে ক্যাপ

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে ২ হাজার ১শত ঝরে পড়া ও নিরক্ষর শিশুদের ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেবে সেন্টার ফর এডভান্সমেন্ট প্রোগ্রাম (ক্যাপ)।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

সভায় জানানো হয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহায়তায় কর্মসূচি বাস্তবায়ন সহায়ক সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এর সহযোগি সংস্থা সেন্টার ফর এডভান্সমেন্ট প্রোগ্রাম (ক্যাপ) কর্তৃক বাস্তবায়নাধীন আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি’র আওতায় উপজেলায় ৭০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৮-১৪ বছর বয়সী ২ হাজার ১শত নিরক্ষর ও ঝরে পড়া শিশুদের ৫ম শ্রেণী পর্যন্ত শিখন দক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘ ঘোষিত এসডিজির সকল সূচক সফলভাবে অর্জনে সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষেই বাংলাদেশ সরকার এই কর্মসূচি গ্রহণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তরিকুল ইসলাম, ক্যাপ’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ ও ঢাকা আহছানিয়া মিশনের চট্টগ্রাম জেলা প্রোগ্রাম ম্যানেজার এস এম কামরুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন