বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রমিতা দাশ (৩৭) নামের এক নারী যাত্রী।
বুধবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কধুরখীল কৈবর্ত্যপাড়া কালী বাড়ির সামনে এ দূর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিক্সার যাত্রী রমিতা দাশ।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রমিতা দাশ রাউজান উপজেলার কচুখাইন গ্রামের তপন দাশের স্ত্রী। তিনি রাউজান থেকে বাপের বাড়ীতে বেড়াতে আসার পথে এ দূর্ঘটনার শিকার হন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিক্সাতে করে কধুরখীল কৈবর্ত্যপাড়ার বাপের বাড়ীতে আসার পথে রমিতা দাশ গুরুতর আহত হন। রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাতপাতালের ২৬নং ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৩টার সময় তিনি মারা যান।
বাংলাধারা/এফএস/এমআর