বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে নানা বাড়িতে পুকুরের পানিতে ডুবে মো. মো. মেহেরাজুর রহমান তামিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ১১ টার দিকে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তামিম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর হামজার বাপের বাড়ির এনায়েতুল্লাহ বাচ্চুর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে তামিম নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। উপজেলার আহল্লা কড়লডেঙ্গায় নানার বাড়িতে বেড়াতে যাওয়া শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/এমআর