চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে এ ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। দুর্যোগকালীন জরুরি সহায়তার অংশ হিসাবে প্রাথমিকভাবে কর্ণফুলি নদীর তীরবর্তী পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের টেক্সঘর এলাকার পানিবন্দি হয়ে পড়া অসহায় কয়েকটি পরিবারের মাঝে বিশুদ্ধ পানি, চিড়া, দুধ, বিস্কুট,চিনি পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাস, উপজেলা রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্ট যুব এর সদস্যরা।
ইউএনও হিমাদ্রি খীসা বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এ ইউনিয়নের বেশ কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে অসহায় অবস্থার মধ্যে রয়েছে। ফলে দুর্যোগকালীন সহায়তার অংশ হিসাবে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বন্যার পানি অব্যাহত থাকলে অন্যান্য এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলেও জানান তিনি।