ksrm-ads

১১ নভেম্বর ২০২৪

ksrm-ads

বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন

চট্টগ্রামের বোয়ালখালীতে এক পুকুরে বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা বিষয়টি টের পাওয়ায় পালিয়ে যায় মাছ চোরের দল।

গতকাল রবিবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে চোরের দল পুকুরের আশে পাশে অবস্থান করে বিষ প্রয়োগ করে। এসময় পাড়ায় বহিরাগতদের উপস্থিতি দেখে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে আসলে চোরেরদল পালিয়ে যায়।

পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, রাত দেড়টার দিকে চোরের দল দত্তপাড়ার ডা. রজত বিশ্বাসের পুকুরে বিষ দেয়। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ায় চোরের দল পালিয়ে যায়। তবে বিষের কারণে পুকুরে সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন