চট্টগ্রামের বোয়ালখালীতে বন্দুকের (এয়ারগান) গুলিতে একটি পোষা বিড়াল আহত হয়েছে। বোয়ালখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কালু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বিড়ালের মালিক ফরিদুল ইসলাম বাদী হয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ফরিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিবেশী আবদুর রশিদ তার পোষা বিড়ালকে লক্ষ্য করে বন্দুকের গুলি ছুঁড়েন। এতে বাম চোখের নিচে গুলিবিদ্ধ হয় বিড়ালটি। এনিয়ে প্রতিবাদ করলে আবদুর রশিদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি বলেন, বিড়ালটির দুইটি দুগ্ধ পোষ্য বাচ্চা রয়েছে।গুলিবিদ্ধ বিড়ালকে উপজেলা প্রাণি সম্পদ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.সেতু ভূষণ দাশ বলেন, এয়ারগানের গুলিতে আহত বিড়ালকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলির সীসা ক্ষতস্থান থেকে সার্জারির মাধ্যমে বের করা হয়েছে। বিড়ালটি এখন আশংকামুক্ত।