ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

বোয়ালখালীতে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর

boalkhali

বোয়ালখালীতে জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য নির্মল ঘোষ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের মৃদুল চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নির্মল ঘোষ বলেন, ২০২২ সালে পোপাদিয়ার বিদগ্রামে জায়গা কিনে বসবাস করছি। প্রতিবেশি মৃত অজিত চৌধুরীর ছেলেরা ও মৃত দোলন চৌধুরীর পরিবারের সদস্যরা আমাদের চলাচলের রাস্তা ও ক্রয় করা সম্পত্তি নিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। হয়রানি থেকে রেহাই পেতে তাদের নগদে ১ লাখ টাকা দিয়েছি। সম্প্রতি তারা আবারও টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হুমকি ধমকি দিয়ে যায়।

তিনি জানান, এরপরদিন গতকাল বুধবার ঘরের পুরুষ সদস্যরা কাজে বেরিয়ে গেলে তারা সংঘবদ্ধ হয়ে দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় ইটপাটকেল ছুঁড়ে ঘরের সমস্ত জানলার গ্লাস, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। চলাচলের রাস্তা কেটে দিয়েছে, বসতঘর ভাঙচুর এবং মালামাল লুট করেছে। এসময় মহিলা সদস্যরা ঘরে অবরুদ্ধ হয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য যীশু দে জানান, দীর্ঘদিন ধরে নির্মল ঘোষের পরিবারের সাথে প্রতিবেশী লোকজনের বিরোধ চলছে। গত মঙ্গলবার তাদের উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে শুনে মীমাংসা করার কথা বলেছিলাম। কিন্তু বুধবার হামলা চালিয়ে নির্মল ঘোষের বসতঘর ভাঙচুর করেছে বলে জানতে পেরেছি। এটি নিন্দনীয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন