চট্টগ্রামের বোয়ালখালীতে মো.শফিউল আলম (৪৯) নামের এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় মদ বিক্রির সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শফিউল একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, শফিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।