বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে মিনি বাস উল্টে ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ যাত্রী।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নং ওয়ার্ড শামসুল আলমের বাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
আহতরা হলেন- মো. শফিক (২৬), মো. কাইছার (২৪), নাহিদ ফারজানা (২৭), নাজনীন আকতার (২০), রুপন বড়ুয়া (৩৮), রুনা আকতার (২০) ও পলি আকতার (২০) গুরুতর আহত হয়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে মো. শফিক এবং নাজনীন আকতারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ওসি মো. আব্দবুল করিম বলেন, মিনি বাসটি গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে যায়। এতে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
বাসে থাকা যাত্রীরা নগরীর কেডিএস আইডি আর লি. নামের একটি গার্মেন্টসের শ্রমিক হিসেবে কাজ করত এবং (চট্টমেট্রৌ- ছ ১১-১১২২) বাসটি মালিকের মাসিক ভাড়ায় শ্রমিক আনা নেওয়া করত বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ