জমকালো আয়োজনে হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর নুর কাশেম একাডেমির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় এ উপলক্ষে সৈয়দপুর নুর কাশেম একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দা দিলয়ারা কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদ এমপির ছোটভাই খালেদ মাহমুদ।
এসময় তিনি বলেন, জীবনের সাথে সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। জীবনযাপনের পদ্ধতি থেকেই সংস্কৃতির উদ্ভব হয়। শিক্ষার্থীদের পারফর্ম যেমনটি মুগ্ধ করেছে দর্শকদের, তেমনটা প্রাণবন্ত করেছে এ অনুষ্ঠানকে। ভাবতেই পারিনি গ্রামের মধ্যে এমন প্রতিষ্ঠান আছে। এককথায় বলি, সহ শিক্ষা কার্যক্রম নিয়ে অনন্য অবস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি।
এসময় তিনি এ প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকান্ডে ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, কাজল দে, মো. শফিউল আজম শেফু, সমাজ সেবক শেখ মো. সালাউদ্দিন, কৃষক লীগ নেতা মোজাম্মেল হক বকুল, যুবনেতা শাহাদাত হোসেন, শাহাদাত পারভেজ মিথুন, শিক্ষক আইয়ুব হোছাইন প্রমুখ। পুরো অনুষ্ঠানটিতে স্কুল শিক্ষার্থীরা নৃত্যে, গানে, নাটিকা, কৌতুকে মাতিয়ে রাখে। ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মো. ফজলুল কবির, ফুলু বিশ্বাস মিত্র, শওকত হোসেন, সেজুয়ান হোসেনের গান ও কৌতুক দর্শকদের মাতিয়ে রাখেন।