ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

বোয়ালখালীতে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন জমা

তৃতীয় ধাপে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কাজী আয়েশা ফারজানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিউল আলম, মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শফিক।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ রিদওয়ানুল হক, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল আলম, সজল কান্তি চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মর্জিনা বেগম, উম্মে সালমা।

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ৫ মে। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।

প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ করা হবে ২৯ মে।

আরও পড়ুন