বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.রেজাউল করিম বাবুল, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, এম এ ঈসা, নুরুল হুদা, আবদুর রউফ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, শফিউল আজম শেফু, পৌর আ.লীগের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া ও প্যানেল মেয়র তারিকুল ইসলাম প্রমুখ।
সভায় বর্ণাঢ্য আয়োজনে বোয়ালখালীতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।