বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফের ২টি গরু নিয়ে গেছে চোরের দল। বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ৬ নম্বর ওয়ার্ডে জুনু মহাজন বাড়ির সুমন চক্রবর্তী ও ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী বাপের বাড়ির শিবু দে।
ভুক্তভোগীরা জানান, রাতে গোয়ালঘর থেকে তাদের পালিত গরু নিয়ে গেছে চোর। সকালে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
বাংলাধারা/ডিবিআর/আরএইচআর