ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি »

বিএসটিআই-এর অনুমোদন না নিয়ে পণ্য উৎপাদন, বিপণন, বাজারজাত এবং ওজনে কারচুপি করায় চট্টগ্রামের বোয়ালখালীতে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি জানান, বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই’র লগো ব্যবহার করে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে উৎসব বেকারি এন্ড ফুড প্রোডাক্টস’কে ২৫ হাজার টাকা, আলো সুইসট’কে ৩০ হাজার টাকা, মধুবনকে ১০ হাজার টাকা এবং ওজনে কারচুপি করায় শাহ চরণদ্বীপ মুরগী সেলস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে’ ওজন ও ‘পরিমাপ মানদণ্ড আইনে’ চারটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জারিন তাসনিম সিলি, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, প্রকৌ. মো. জিল্লুর রহমান, পরিদর্শক (মেট), বিএসটিআই প্রকৌ. সজীব চৌধুরী, পরিদর্শক (মেট), বিএসটিআই নূরে আলম মো. ফিরোজ ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই এবং বোয়ালখালী থানা পুলিশ।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন