বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পু ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১১ জুন) সকালে উপজেলার কানুনগোপাড়া সড়কের হাজির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- পোপাদিয়া এলাকার সাজু চৌধুরী (৩৫), সারোয়াতলী এলাকার অশ্বিনী কুমার শীলের ছেলে দুলাল শীল (৭০), জ্যৈষ্টপুরা এলাকার মো. ইসমাইলের মেয়ে নাহিদ সুলতানা (১৮), একই এলাকার ইকবাল হোসেনের স্ত্রী আঁখি ইকবাল ও তার চার বছরের শিশু সন্তান ইসমাম।
আহতদের উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুলাল শীল ও সাজু চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।
বোয়ালখালী থানার এএসআই সজিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত টেম্পুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।