বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো উল্টে মো. সাগর (২১) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আরাকান সড়কের আপেল আহমদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহদ্দারপাড়ার ইউছুপ তালকুদার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে। তিনি ফুলের দোকানের কর্মচারী ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় ফুল আনার জন্য নগরীতে যাচ্ছিলেন সাগর।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বোয়ালখালী উপজেলার আপেল আহমদের টেক এলাকায় সড়কের টেম্পু উল্টে আহত যাত্রী সাগরকে চমেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।