বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিষাক্ত সাপ দেখিয়ে এক দোকানির ১ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চোরের দল।
রবিবার (১১ ডিসেম্বর) দসকাল ৮টার দিকে পৌর সদরের বুড়িপুকুর পাড়ের ‘মেসার্স ভাণ্ডারী এন্টারপ্রাইজ নামক একটি জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে এ ঘটনা ঘটেছে।
ভাণ্ডারী এন্টারপ্রাইজের মালিক নূর আহমদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি দোকান খুলেন। এসময় এক যুবক দোকানের বাইরে রাস্তার পাশে বিষাক্ত সাপ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। আমি সেখানে ছুটে যাই। এরপর আরও দুই যুবক এসে হাসাহাসি করতে থাকে। যুবকরা চলে যাওয়ার পর দোকানে এসে দেখি ক্যাশবাক্সের ড্রয়ার খোলা। ব্যাংকে জমা দেওয়ার জন্য ড্রয়ারে রাখা ১ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে। মূলত তিনজনের মিলে সাপের কথা বলে আমাকে ব্যস্ত রেখে অন্য যুবকটি ড্রয়ার খুলে টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকান মালিক নূর আহমদ।
ওই যুবকদের ছবি পার্শ্ববর্তী একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা গেছে, চার যুবক সংঘবদ্ধ ভাবে ছিলেন।
এ ব্যপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সাপের কথা বলে এক দোকান থেকে টাকা নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।