ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে প্রদীপ জ্বালিয়ে শহীদদের স্মরণ

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণ করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় শাকপুরা বধ্যভূমি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা মানস কুসুম রায়, বন গোপাল দাশ, শরৎ চন্দ্র বড়ুয়া, বেলাল হোসেন, আলতাফ হোসেন, কাঞ্চন কুমার বড়ুয়া, অলকেশ বড়ুয়া, সুবিমল কান্তি ভট্টাচার্য, মো. আলতাফ আলী, সঞ্জিত বিশ্বাস, মো. ফারুক, শহীদ পরিবারের সন্তান মো. নাসিম উদ্দিন, সৈকত চক্রবর্তী ও জেসমিন আকতার।

এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর হায়েনার দল হামলে পড়েছিলো। নির্মম হত্যাযজ্ঞে মেতে ছিলো পাকিস্তানি হানাদার বাহিনী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে দীর্ঘ নয় মাস রক্ত ঝরানোর পর মেলে মুক্তি, লাখো প্রাণ আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয় দেশ।

আরও পড়ুন