বাংলাধারা প্রতিবেদন »
বোয়ালখালী উপজেলায় পৃথক ঘটনায় লোকালয়ে নেমে আসা বন্য হাতির পদপিষ্টে ৩ জনের মৃত্যু হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মধ্যম কধুরখীল শরীফ পাড়া এলাকার আবদুল লতিফের ছেলে মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে জাকের হোসাইন (৬৫) ও খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬০)।
বোয়ালখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। হাতির দল আবাদি জমিতেও তাণ্ডব চালিয়েছে।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত থেকে বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় তিনটি বাচ্চাহাতিসহ ঢুকে পড়ে ৯টি হাতির পাল। উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মকর্তারা হাতিগুলোকে কৌশলে সরাতে শনিবার থেকে একযোগে কাজও শুরু করে। কিন্তু হাতিগুলো লোকালয় ছেড়ে যায়নি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ