ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বন্দর শ্রমিকের

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইব্রাহিম (৪১) নামের এক বন্দর শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর জের আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই এলাকার মৃত আহাম্মদ মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই মো. শফি জানান, বৃহস্পতিবার রাতে প্রতিবেশীদের ঘরে বিদ্যুৎ থাকলেও তাদের ঘরে বিদ্যুৎ ছিলো না। রাত সোয়া ১২ টার দিকে ইব্রাহিম বন্দর থেকে ঘরে এসে বিদ্যুৎ দেখতে না পেয়ে বাড়ির কাছে বৈদ্যুতিক খুঁটির কাছে যান এবং তাদের বিদ্যুৎ সঞ্চালন তারটি ছেঁড়া দেখে তা জোড়া লাগাতে হাত দিয়ে তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তাকে উদ্ধার করে রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।

আরও পড়ুন