বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রচারণা চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা সদর, গোমদণ্ডী ফুলতল, হাজীর হাট, জোট পুকুর ও অলি বেকারী এলাকায় জনসচেতনতা মূলক এ প্রচারণা চালান। এ সময় দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিতকল্পে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
বিদ্যুৎ অপচয় না করে দেশ ও দশের কল্যাণে ভূমিকা রাখার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।