বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাই-বন্ধু মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছেন ডা. জুবায়ের আল মাহমুদ। এতে এলাকার দুস্থ রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
এ উপলক্ষে ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের পরিচালক শেখ নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহমান (আরিফ) চৌধুরী, এস এম গোলাম হোসেন (হৃদয়), মোহাম্মদ রিদওয়ান, আসিফুল ইসলাম (ইমন)হাসানুল ইসলাম (ইমন), রাকিব শরীফ, মোহাম্মদ সাইমন, আহমেদ বিন রাকিব, সাইমুন হোসেন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রিয়াদ ও জাহেদুল ইসলাম।