১২ জুলাই ২০২৫

বোয়ালখালীতে ১৫০০ ফলদ গাছ কেটে ফেলেলো দুর্বৃত্তরা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা পাহাড়ে বিভিন্ন প্রজাতির ১৫০০ ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ আগস্ট) বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা এ দৃশ্য দেখতে পান। বাগানের মালিক শওকত হোসেন এ ঘটনায় বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

শওকত হোসেন জানান, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বাগানে ছুটে যায়। কে বা কারা আমার বাগানের লেবু, আমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০০ গাছ ও চারা কেটে বিনষ্ট করে দিয়েছে। পাহাড়ে আমার ও আমার এক আত্মীয়ের খরিদা জায়গায় অনেক শ্রম এবং অর্থ বিনিয়োগ করে এ বাগান গড়েছিলাম। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।

অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।

আরও পড়ুন