বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পরিত্যক্ত ঘর থেকে ১৫০ লিটার চোলাই মদসহ মো. আনোয়ার হোসেন প্রকাশ হোসেইন্যা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার মধ্যম কড়লডেঙ্গার ২নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, হোসেন নিজ বাড়ির একটি পরিত্যক্ত লাকড়ী ঘরে চোলাই মদ বিক্রির জন্য প্যাকেটজাত করছিলেন। এসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানায় হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি পৃথক মামলা রয়েছে।