ksrm-ads

১৮ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

‘বুদ্ধ পূর্ণিমা’ ঘিরে নগরীতে নিরাপত্তা জোরদার

বাংলাধারা প্রতিবেদন » 

শনি (১৮ মে) পালিত হবে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’। বৌদ্ধ পূর্ণিমায় জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা ইসলামিক স্টেট (আইএস) পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি) গত ১১ মে।

বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে শুক্রবার (১৭ মে) বিকেল থেকেই নগরীতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার বিকেল থেকেই নগরীর সব বৌদ্ধ বিহারে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লশী। এছাড়াও সিএমপ‘র উর্ধতন কর্মকর্তারা নগরীর বিভিন্ন বৌদ্ধ বিহার ও মন্দির পরিদর্শন করে তদারকি করেছেন নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, গত রোববার (১২ মে) সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মাহবুবুর রহমান পুলিশের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ কর্তৃক নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন এবং তাদের পরিচিতির জন্য নির্ধারিত পোষাক/আইডি কার্ড/আর্ম-ব্যান্ড পরিধানের জন্য অনুরোধ জানান জানানো হয়।

এছাড়াও বুদ্ধ পূর্ণিমা ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থা করা এবং নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান স্থলে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উৎসবে ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশী অভিযান কার্যক্রম জোরদার, পুলিশী টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী এবং উর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে পরিদর্শনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কমিশনার।

সন্ধ্যায় সিএমপির পক্ষ থেকে এক প্রেস বিঞ্গপ্তিতে জানানো হয়, বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে নগরীতে।

এদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ বাংলাধারাকে বলেন, শ্রিলংকায় সন্ত্রাসী হামলার পর থেকে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছি। জঙ্গি তৎপরতার উপর নজরদারির পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ মে বুদ্ধ পূর্ণিমায় জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা ইসলামিক স্টেট (আইএস) পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে নারী জঙ্গিদের সামনে রেখে নাশকতার ছককে বাস্তবায়িত করা হতে পারে।

নির্দিষ্টভাবে বলা হয়েছে, বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ মন্দিরে অথবা অন্য কোনো মন্দিরে ভক্ত সেজে ঢুকে হামলা চালানো হতে পারে। এমনকি নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে গর্ভবতী নারী সেজে (ফিদায়েঁ কায়দায়) পেটের মধ্যে বিস্ফোরক লুকিয়ে মন্দিরে ঢোকার মতো নতুন কৌশল জঙ্গিরা নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ