৮ জুলাই ২০২৫

বড় বোনের ওড়না দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে স্কুলছাত্রীর মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রাম কর্ণফুলীতে বড় বোনের ওড়না দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস খেয়ে শরফিতা দাস (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার চরলক্ষ্যা এলাকার নারায়ণ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শরফিতা ওই এলাকার অজিত দাসের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মেয়েটি স্কুল থেকে বাসায় এসে ওড়না নিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লাগে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গলায় ফাঁস লাগা ওড়নাটি উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ