বাংলাধারা স্পোর্টস »
চট্টগ্রাম টেস্টে বড় লিড নিয়েই চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। তিন উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
শনিবার সকালে শুরুটা ভালোই করেছিলেন দুজন। তবে দলীয় ৭৪ রানের মাথায় কর্নওয়ালের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন মুশফিক। ৪৭ বলে ১৮ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেটে ১৪৯ রান তুলেছে বাংলাদেশ। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল। তিনি করেন ৮৩ রান। লিটন দাসের সংগ্রহ ৩৮ । বাংলাদেশের লিড ৩২০ রান।
তবে লিড যতটা সম্ভব বাড়িয়ে নিতে চাইছে স্বাগতিক বাংলাদেশ। অবশ্য গতকাল শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা। একে একে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। তবুও প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় স্বস্তি নিয়ে টেস্টের তৃতীয় দিন শেষ করে মুমিনুল হকের দল।
দ্বিতীয় ইনিংসে গতকাল ব্যাট করতে নেমে তিন উইকেটে ৪৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন মুমিনুল হক (৩১) ও মুশফিকুর রহিম (১০)। ফলে ২১৮ রানে এগিয়ে থাকে স্বাগতিকেরা।
বাংলাধারা/এফএস/এআর