ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

ভবন না ভাঙতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ইউএসটিসির সাংবাদিক সম্মেলন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) এর ১৬ তলা ভবন না ভাঙতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার (১১মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ চেয়ে ইউএসটিসির উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ক্লাসরুম ও গবেষণা ল্যাব রক্ষা করুন।

তিনি প্রধামন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, উচ্চশিক্ষার বিদ্যাপিঠ ইউএসটিসির প্রধান ভবন ভেঙে ফেলা হলে বিপুল শিক্ষার্থীর অনেক ক্ষতি হবে, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।

এসময় তিনি সিডিএর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমাদের ১৬ তলার প্রধান একাডেমিক ভবন বিনা নোটিশে ভেঙে ফেলা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যান অনুমোদনের পর আমরা ভবনটি নির্মাণ করি। এটি কারো ব্যক্তিগত জায়গা নয়। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউএসটিসিকে এই ধংসস্তুপ থেকে বাঁচাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই ।

তিনি আরো বলেন, কয়েকজন সেনাসদস্য ৯ মার্চ (মঙ্গলবার) রাতে এসে বিশ্ববিদ্যালয়ের ভবন ভাঙ্গা হবে বলে সিকিউরিটি গার্ডদের হুশিয়ারি দিয়ে যায়। পরদিন কোনো নোটিশ ছাড়া ভবন ভাঙ্গা শুরু করে সিডিএ। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কেন ভবন এভাবে ভাঙ্গা হবে তা মোটেই মঙ্গলকর নয়।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন গণমাধ্যমকে বলেন, ভবনটি নির্মাণের ক্ষেত্রে ইউএসটিসি কর্তৃপক্ষ অনিয়ম করেছে। তারা ভবনের একটি অংশ খালের ওপর নির্মাণ করেছে। আবার নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়নি। তাই ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হচ্ছে।

সিডিএ সূত্র জানায়, ইউএসটিসি ১৬ তলা ভবনের অনুমোদন নেয়। কিন্তু তারা ১৬ তলার বদলে ১৮ তলা ভবন করে। এ ছাড়া তারা নগরের গয়নাছড়া খালের জায়গা দখল করে নকশাবহির্ভূতভাবে ভবনটির একটি অংশ নির্মাণ করে, যা অবৈধ।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. এ এম এ এহতেশামুল হক, উপ-উপাচার্য ড. কামরুল হাসান, প্রক্টর কাজী নুরুল আলম, অধ্যাপক নুরুল আবছার, সহকারী অধ্যাপক ড. নজরুল কাদের সিকদার প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন